হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি স্বাধীনতার মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার বলেছেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি স্বাধীনতার মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে এদেশের আপামত জনসাধারণ মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়ে যুদ্ধের মাধ্যমে দেশকে স্বাধীন করেন। বঙ্গবন্ধুর নেতৃত্বে বিশ্বের বুকে সৃজিত হয় স্বাধীন বাংলাদেশ। সেই স্বাধীনতা যুদ্ধের বীর মুক্তিযোদ্ধাগণ আমাদের জাতির পথ প্রদর্শক। মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা এখন এগিয়ে যাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে ২০৪১ সালের উন্নত বাংলাদেশের দিকে আমরা ধাবিত হচ্ছি।
জেলা প্রশাসক আরো বলেন, আমাদের সৌভাগ্য যে আমরা শেখ হাসিনার মতো একজন রাষ্ট্রনায়ক পেয়েছি। তার হাত ধরেই পৃথিবীর বুকে এ দেশকে আমরা অদম্য বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠা করবো। তিনি বুধবার ০১ ডিসেম্বর, ২০২১ খ্রিস্টাব্দ ‘এসো উড়িয়ে নিশান সুবর্ণজয়ের’ এই স্লোগান ধারণ করে বাংলাদেশের সুবর্ণজয়ন্তী ও মুজিব শতবর্ষ উপলক্ষে ফরিদপুরে বীর মুক্তিযোদ্ধা সমাবেশ ও অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন।